ঘানার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠ‌কে তারা দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

গতকাল সোমবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এক পার্শ্ব বৈঠকে তারা আগামীতে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একটি একক সিদ্ধান্ত নিতে এবং আগামী জলবায়ু সম্মেলনে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ চালু করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.