০৬ মার্চ, ২০১৫ : রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন আজ।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য এবং কর্মকর্তা মিলে রাষ্ট্রপতির সঙ্গে ৪০ জন সফরসঙ্গী রয়েছেন।