বাংলাদেশীদের ওপর মার্কিন ভিসা নীতির প্রয়োগ শুরু

বাংলাদেশি নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ প্রয়োগ শুরু করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ বিধিনিষেধের আওতায় আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য রয়েছেন।

গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এসব তথ্য প্রকাশ করে।

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অতিরিক্ত ব্যক্তিরাও ভবিষ্যতে এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে।’

‘এর মধ্যে বর্তমান এবং সাবেক বাংলাদেশি কর্মকর্তা, বিরোধী এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য ও আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে।’

বিবৃতিতে বলা হয়, আমাদের আজকের এই পদক্ষেপগুলো শান্তিপূর্ণভাবে অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য। এছাড়া যারা বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন এই পদক্ষেপ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.