দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন জিৎ

দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। পরিবারের নতুন অতিথি আসার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে নায়ক লিখেছেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। আমাদের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে। আমাদের প্রার্থনায় রাখবেন।’ প্রথম কন্যা সন্তান জন্মের ১১ বছর পর পরিবারে নতুন সদস্য আসতে চলেছে জিৎ-মোহনা দম্পতির।

২০১১ সালে স্কুল শিক্ষিকা মোহনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন জিৎ। তাঁদের মেয়ের নাম নবন্যা। এদিন জিৎ মোহনা আর নবন্যার সঙ্গে চারটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তিনজনের পরনে ছিল সি গ্রিন রঙের পোশাক। বাবা আর মেয়ের মাঝে মধ্যমণি মোহনা। আর মোহনার বেবি বাম্পে হাত রেখেছেন জিৎ আর নবন্যা।

জিৎকে শুভেচ্ছা জানিয়েছেন নুসরাত জাহান, অঙ্কুশ হাজরারা। নুসরাত লিখেছেন, ‘শুভেচ্ছা! পুরো পরিবারকে’। অঙ্কুশ লিখেছে, ‘শুভেচ্ছা জিৎ দা’।

ইনস্টাগ্রামখুশি জিতের ভক্তরাও। একজন লিখেছেন ‘আজকের সেরা খবর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনার পরিবারকে সুখ, শান্তি, ভালোবাসা আর আদরে ভরিয়ে রাখে।’ আরেকজনের মন্তব্য, ‘এভাবেই হাসতে থাকো সবাই মিলে।’

উল্লেখ্য, জিৎ-কে সামনে দেখা যাবে ‘বুমেরাং’ ও বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ‘মানুষ’ সিনেমাতে। বুমেরাং সিনেমায় জিতের নায়িকা রুক্মিণী মৈত্র। অন্যদিকে মানুষ সিনেমাতে জিতের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মানুষের ফার্স্ট লুক। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৪ নভেম্বর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.