অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ২১ বিশেষজ্ঞ চিকিৎসক

দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ২১ বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পার-১) সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ অনুযায়ী ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।

পদোন্নতি পাওয়া ২১ বিশেষজ্ঞ চিকিৎসক হলেন–

১. ডা. কানিজ ফাতেমা, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর।

২. ডা. নাজনীন বেগম, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।

৩. ডা. তানজিনা লতিফ, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।

৪. ডা. মালা বনিক, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

৫. ডা. বেগম মাকসুদা ফরিদা আখতার, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

৬. ডা. শংকর প্রশাদ বিশ্বাস, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা।

৭. ডা. আইরিন পারভীন আলম, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

৮. ডা. কাশেফা খাতুন, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। (বর্ণিত কর্মকর্তা গাইনোকলোজিক্যাল অনকোলজি পদে কর্মরত)

৯. ডা. নাসরীন আখতার, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।

১০. ডা. আফরোজা গনি, অধ্যাপক (চ.দা.), গাইনি অ্যান্ড অবস্, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

১১. ডা. সুলতানা আফরোজ, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।

১২. ডা. উৎপলা মজুমদার, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।

১৩. ডা. মেনকা ফেরদৌস, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

১৪. ডা. এসএম সাহিদা, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: মুগদা মেডিকেল কলেজ, ঢাকা।

১৫. ডা. সাহেলা নাজনীন, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।

৬. ডা. মোছা. রোকেয়া খাতুন, অধ্যাপক (চ.দা.), গাইনি অ্যান্ড অবস্, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।

১৭. ডা. নাজনীন রশিদ শিউলী, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

১৮. ডা. জোবায়দা সুলতানা, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

১৯. ডা. ইসরাত জাহান, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

২০. ডা. শিরীন আখতার, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।

২১. ডা. নিলুফার ইয়াসমিন, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.