ইসরায়েলকে সহায়তায় জাহাজ ও গুপ্তচর বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলের প্রতি সহায়তাস্বরূপ ব্রিটেন পূর্ব ভূমধ্যসাগরে রয়্যাল নেভির দুটি যুদ্ধজাহাজ ও গোয়েন্দা বিমান পাঠাবে যুক্তরাজ্য।

ইসরায়েলের জন্য পরিকল্পিত সামরিক সমর্থন প্রদর্শনে পূর্ব ভূমধ্যসাগরে নজরদারি শুরু করবে ওই যুদ্ধজাহাজ ও গোয়েন্দা বিমান।

কোনও বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি ছাড়াই বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ খবর জানিয়েছে টাইমস।

টাইমসের ওই প্রতিবেদনের বিপরীতে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যের দুটি রয়্যাল ফ্লিট অক্সিলিয়ারি জাহাজ ওই অঞ্চলে পাঠানো হবে।

এদিকে, হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানিও।

দেশটি বলেছে, ‘এই মুহূর্তে বার্লিনের একমাত্র অবস্থান হলো তারা ইসরায়েলের সাহায্যকারী।’

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বৃহস্পতিবার পার্লামেন্টে এক বক্তৃতায় বলেন, ‘এই মুহূর্তে জার্মানির জন্য একমাত্র জায়গাটি ইসরায়েলের পক্ষে।’

তিনি বলেন, ‘আমাদের নিজস্ব ইতিহাস, হলোকাস্ট থেকে উদ্ভূত আমাদের দায়িত্ব। ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব এবং নিরাপত্তার জন্য দাঁড়ানো আমাদের চিরস্থায়ী কর্তব্য।’

তিনি বলেন, ‘আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘনিষ্ঠ যোগাযোগে থাকতে বলেছি এবং যেকোনও প্রয়োজনে আমাদের জানাতে বলেছি।’

এর মধ্যে যুদ্ধে আহত ইসরায়েলিদের চিকিৎসাসেবা প্রদান অন্তর্ভুক্ত থাকতে পারে বলে তিনি জানান।

এদিকে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ‘জার্মানি ইসরায়েলকে তার দুটি হেরন টিপি যুদ্ধ ড্রোন ব্যবহার করার অনুমতি দেবে এবং যুদ্ধজাহাজের জন্য গোলাবারুদের জন্য ইহুদি রাষ্ট্রের অনুরোধ বিবেচনা করবে।’

বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো বৈঠকের ফাঁকে পিস্টোরিয়াস নিশ্চিত করে বলেছেন, ‘ইসরায়েলিরা যে দুটি ড্রোন চেয়েছে, আমরা তা সরবরাহ করব।’

এনডিটিভি জানিয়েছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলে তৈরি হেরন ড্রোনগুলো মূলত ইসরায়েলে জার্মান সেনাদের প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.