মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রকল্পের নির্মাণকাজ সুষ্ঠুভাবে তদারকির জন্য প্রকল্প চলাকালীন অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ৪ ক্যাটাগরির পদে ১২ জনকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা:

যোগ্যতা: বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সিভিলে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা

২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা:

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে।

বেতন: সাকল্যে বেতন ২৭,১০০ টাকা

৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা:

যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে।

বেতন: সাকল্যে বেতন ২৭,১০০ টাকা

 

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা:

যোগ্যতা: এইচএসসি পাসসহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: সাকল্যে বেতন ১৮,৩০০ টাকা

বয়সসীমা ২০২৩ সালের ২৫ অক্টোবর প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র অফিস সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে, সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের/সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের কপি। প্রার্থীর ঠিকানাসংবলিত একটি খাম আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন), বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট (৫ম তলা), স্বাধীনতা ভবন, ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

 

আবেদনের শেষ সময় : ২৫ অক্টোবর ২০২৩।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.