আওয়ামী লীগের সংসদীয় দলের সভা রোববার

একাদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা হবে আগামী রোববার।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা ৬টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এ সভা হবে। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন।

এটি হবে আওয়ামী লীগের সংসদীয় দলের অষ্টম সভা। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।

সবশেষ গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবারের সভায় দিকনির্দেশনা দেওয়া হতে পারে দলীয় সংসদ সদস্যদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.