বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। এই তারকা দম্পতির সংসারে দুই সন্তান রয়েছে। দীর্ঘ ১৪ বছরের সংসার জীবন পার করে হঠাৎ করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন শিল্পা শেঠির স্বামী।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এমন বার্তায় রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। বিষয়টি নিয়ে নানান জল্পনা-কল্পনা তৈরি হয়েছে নেটদুনিয়ায়।
তবে কি শেষ পর্যন্ত ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন রাজ-শিল্পা? এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে এই তারকা দম্পতির ভক্তদের মনে। সম্প্রতি নিজের এক্সে (টুইটার) রাজ লিখেছেন, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এই বার্তার পর শুরু হয়েছে জোর চর্চা। তবে এই বিষয়টি স্পষ্ট করে কিছু বলেননি রাজ। এমনকি নিশ্চুপ রয়েছেন শিল্পাও।
কেউ কেউ মনে করছেন, এটা হয়তো তাঁদের নতুন সিনেমা প্রচারণা। এটি সিনেমা প্রচারণা নাকি সত্যি সত্যিই শিল্পার সঙ্গে রাজ কুন্দ্রার বিচ্ছেদ, তা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।