আজরা-সালমান বৈঠক: রো‌হিঙ্গা শরণার্থী‌ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার স‌ঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) ওয়া‌শিংটনে এ বৈঠক হয়

বৈঠ‌কে বাংলা‌দে‌শে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পো‌স্টে প্রধানমন্ত্রীর উপ‌দেষ্টার স‌ঙ্গে বেঠ‌কের কথা জানান আন্ডার সেক্রেটারি আজরা।

আন্ডার সেক্রেটারি এক্স পো‌স্টে লি‌খে‌ছেন, যুক্তরাষ্ট্র ও বাংলা‌দে‌শের অংশীদা‌রিত্ব নি‌য়ে সালমান এফ রহমা‌নের স‌ঙ্গে গুরত্বপূর্ণ আলোচনা হ‌য়ে‌ছে। যেমন- গাজায় মান‌বিক সহায়তা, বাংলা‌দে‌শে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ও রো‌হিঙ্গা শরণার্থী‌দের সহ‌যো‌গিতা করা।

বৈঠকে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার ও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.