বাংলাদেশ থেকে স্বাস্থ্য খাতে দক্ষ টেকনিশিয়ান নেবে কুয়েত

বাংলাদেশ থেকে স্বাস্থ্যখাতে দক্ষ টেকনিশিয়ান নেবে কুয়েত। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেসের (বোয়েসেল) অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ল্যাবরেটরি টেকনিশিয়ান ৩০৭ জন পুরুষ, আর ৩০৯ জন নারী নেওয়া হবে। এছাড়া রেডিওলোজি টেকনিশিয়ান পুরুষ ৩৮৮, ২২৮ জন নারী। বেতন ৩০০ কুয়েতি দিনার। সংশ্লিষ্ট কাজে প্রার্থীর সর্বনিম্ন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রীধারী হতে হবে। কুয়েতে গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন দুই বছর ছয় মাস থাকতে হবে।

প্রার্থীর বয়স অবশ্যই ২৩ থেকে ৩৯ এর মধ্যে হতে হবে। চাকরির চুক্তির এক বছর,যা নবায়নযোগ্য। কাজ সপ্তাহে ছয়দিন। প্রতিদিন আট ঘণ্টা এবং বছরে ৩০ দিন ছুটি। আসবাবপত্র, থাকা-খাওয়া ও কর্মস্থলে যাতায়াত নিয়োগকারী কোম্পানি বহন করবে।

অন্যান্য শর্তাবলী কুয়েতের শ্রম আইনের অনুযায়ী প্রযোজ্য হবে। আগ্রহী প্রার্থীকে প্রয়োজনীয় চাহিদা ও শর্ত অনুযায়ী কাগজপত্র বোয়েসেলের লিংকে ৫ নভেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.