ছাড়া পেলেন ২৭ কেজি স্বর্ণসহ আটক কূটনীতিক

gold 2২৭ কেজি স্বর্ণসহ আটক উত্তর কোরিয়ার কূটনীতিক সং ইয়াং ন্যামকে ছেড়ে দেওয়া হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, ‘ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশী কোনো কূটনীতিককে দায়িত্বরত অবস্থায় কোনো অভিযোগ বা মামলায় আটক রাখা যাবে না বলে উল্লেখ আছে। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে আটক করে আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কাস্টমস কর্তৃপক্ষ।

এপিবিএন’র সহকারী পুলিশ সুপার তানজিনা আকতার শুক্রবার দ্য রিপোর্টকে জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান উত্তর কোরিয়ার নাগরিক সং ইয়াং ন্যাম। এ সময় তার কাছ থেকে ১৭০টি সোনার বার ও অলঙ্কারসহ মোট ২৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.