বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে প্রিলিমিনারির ফল প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৬২৬ জন।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

আগামী ১৭ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ২০ অক্টোবর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী পরিচালক (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

গত ৩০ মে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতে অন্যতম আকর্ষণীয় চাকরি হিসেবে ধরা হয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ। বিসিএসের মতোই এই পদ চাকরিপ্রার্থীদের অন্যতম পছন্দের কারণ দ্রুত নিয়োগপ্রক্রিয়া শেষ হয়। এক বছরের মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে নিয়োগ পাওয়া যায়। এ ছাড়া পদোন্নতি, সামাজিক মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা তো আছেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.