মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যাক্তি। জো বাইডেনের নিরাপত্তার দিকটি নিশ্চিত করাও মার্কিন প্রশাসনের কাছে অতি গুরুত্বপূর্ণ। তবে এবার বিশাল রকমের ত্রুটি দেখা গেল জো বাইডেনের নিরাপত্তায়।
গত শনিবার দুপুরে মার্কিন প্রেসিডেন্টের বাড়ির আকাশসীমায় ঢুকে পড়ে একটি বিমান। সঙ্গে সঙ্গে বিমানটিকে সরাতে একাধিক ফাইটার জেট নামিয়ে দেয়া হয়। তবে শেষ পর্যন্ত কোনও বিপদের খবর মেলেনি।
স্থানীয় একটি বিমানবন্দরে নামিয়ে দেয়া হয় আগন্তুক বিমানটিকে। গোটা ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত কোনও বিপদ ঘটেনি। তবে গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে।
ঘটনার সূত্রপাত স্থানীয় সময় শনিবার দুপুর দুটো নাগাদ। ডেলাওয়্যারে নিজের বাসভবনেই ছিলেন বাইডেন। সেই সময়ে আচমকাই তার বাড়ির আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে একটি বিমান। যদিও বিমানে কে ছিলেন জানা যায়নি। কেনই বা প্রেসিডেন্টের বাসভবনের এলাকায় ঢুকেছিল বিমানটি, সেই প্রশ্নের উত্তরও অজানা।
বাইডেনের আকাশসীমায় অচেনা বিমান দেখতে পেয়েই এলাকা জুড়ে সতর্কতা জারি হয়। একঝাঁক ফাইটার জেট মোতায়েন করা হয় নজরদারি চালানোর জন্য। শেষ পর্যন্ত কাছেই একটি বিমানবন্দরে নামিয়ে দেয়া হয় ওই বিমানটিকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস। মার্কিন বিমান বিভাগের তরফেও ঘটনার তদন্ত চলছে। যদিও বাড়ির আকাশসীমায় বিমান ঢুকলেও বাইডেনের সারাদিনের কাজে কোনও ব্যাঘাত ঘটেনি।
সূত্র: এপি।