একসঙ্গে লন্ডনে উড়াল দিলেন চঞ্চল-সৃজিত

দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজের অভিনয় দক্ষতায় দুই বাংলার দর্শকদেরই মন ছুঁয়ে গেছেন এই অভিনেতা। চলতি বছর ‘হাওয়া’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ অর্জন করেছেন তিনি। এর মধ্যে লন্ডনে শুরু হয়েছে লন্ডন-ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসব। এতে অংশ নিতে রওয়ানা দিয়েছেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেতা চঞ্চল চৌধুরী।

আজ বুধবার (১ নভেম্বর) একই ফ্লাইটে সেখানে যাচ্ছেন। চঞ্চল সৃজিতের পরিচালনায় অভিনয় করেছেন ‘পদাতিক’ চলচ্চিত্রে। সিনেমাটি এই উৎসবে দেখানো হবে।

বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, এটা ‘পদাতিক’র জন্য অনেক বড় একটা সফর। লন্ডনে সিনেমাটির তিনটি প্রদর্শনী হবে। শেষ দিন সিনেমাটি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। সবার সঙ্গে বসে আমি ও পরিচালক সৃজিত সিনেমাটি দেখব আশা করছি।

জানা যায়, গত ২৫ অক্টোবর উৎসবটি শুরু হয়েছে, যা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.