সিলেটে পর্যটনশিল্পের উন্নয়নে সার্ক দেশগুলোর সঙ্গে চুক্তি’

Sylhetসিলেট অফিস : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সিলেটের পর্যটনশিল্প দৃষ্টিনন্দন করতে সরকার চিন্তা করছে। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে চুক্তি করে পর্যটনের উন্নয়নে সরকার কাজ করবে।

সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শুক্রবার দুপুরে সিলেটের শিল্প খাতের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানা আগামী জুন মাসের মধ্যে চালু হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ইতোমধ্যে সার কারখানাটির ১১টি ইউনিটের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৮টি ইউনিটের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। নতুন কারখানাটি চালু হলে পুরাতনটিকে এ্যামোনিয়া কারখানায় রূপান্তর করা হবে। এতে এ্যামোনিয়া আমদানি কমবে।

শিল্পমন্ত্রী ছাতক সিমেন্ট ফ্যাক্টরিকে আধুনিকায়নের আশ্বাস দিয়ে বলেন, এখানে নতুন আরেকটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে। দেশী ও বিদেশী বিনিয়োগ আকর্ষণ করার জন্য সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজও চলছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, সিলেটের শেরপুরে স্থাপিত এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয়রা বিনিয়োগে এগিয়ে আসবে।

সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, ব্যবসায়ী নেতা কলন্দর আলী, আবদুল মান্নান, মুশফিক জায়গীরদার, আবদুল্লা আল মামুন ও আলীমুল এহসান চৌধুরী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.