যাত্রীদের জন্য খুলে দেয়া হলো মেট্রোরেলের মতিঝিল অংশ

যাত্রীদের জন্য পুরোপুরি উন্মুক্ত হলো মেট্রোরেল। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর আজ জনসাধারণের জন্য খুলে দেয়া হয় মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ। এতে করে মাত্র ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে পারছেন যাত্রীরা।

দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। ১০টি স্টেশন ধরে ৮টা ২ মিনিটে মতিঝিল পৌঁছায় ট্রেনটি। এ যাত্রায় ট্রেনটির সময় লেগেছে মাত্র ৩২ মিনিট।

যাত্রীরা জানান,  দ্রুতগতির মেট্রোরেল তাদের জীবন থেকে যাতায়াতের সময় অনেক বাঁচিয়ে দিয়েছে। মতিঝিল থেকে ফার্মগেট যাতায়াতে সময় কমিয়েছে এক থেকে দেড় ঘণ্টা এবং মিরপুর-১০ গোলচত্বর যাতায়াতের সময় কমিয়েছে দেড় থেকে ২ ঘণ্টা।

নিশাত বিজয় নামের এক যাত্রী বলেন, ৯ মিনিটে কখনও মতিঝিল থেকে ফার্মগেট আসা যায় এটি কল্পনার বাইরে ছিল। আমি সকাল ৭টা ৪০ মিনিটে মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেলে উঠি। এর ঠিক ৯ মিনিটের সময় ৭টা ৪৯ মিনিটে আমি ফার্মগেট স্টেশনে নামি। মতিঝিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় আসতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.