মার্চ ০৭, ২০১৫ : হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২৫ কার্টন বিদেশী সিগারেটসহ মো. বেলায়েত হোসেন (৫০) নামে এক পাকিস্তানী নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, শনিবার সকালে বেলায়েত পাকিস্তান থেকে শারজা হয়ে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় তাকে চেকিংয়ের সময় তার লাগেজ থেকে অবৈধভাবে নিয়ে আসা বিদেশী সিগারেটগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক বেলায়েতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।