এসবিএসি ব্যাংকের নতুন পরিচালক সোহেল আহমেদ

সোহেল আহমেদ সম্প্রতি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) পর্ষদের পরিচালক নির্বাচিত হয়েছেন।

সোহেল আহমেদ বর্তমানে ভিকার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানের আসন্ন চাহিদা ও সরবরাহের বিষয়টি যথাযথভাবে আলোকপাত করার পাশাপাশি স্থানীয় ও বিদেশী চুক্তির আওতায় সরবরাহ সম্পাদন পরিচালনা করেন। যেকোনো বাণিজ্য বিরোধ সমাধান, আমদানীকৃত পণ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন, বিদেশী ক্রেতাদের সঙ্গে বাণিজ্যিক দরকষাকষি, আন্তর্জাতিক দরপত্র ব্যবস্থাপনায় অত্যন্ত কার্যকর ও পেশাদার ভূমিকা রাখতে পারেন তিনি। এছাড়া তিনি ভিকার গ্রুপের সার্বিক আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন।

তিনি যুক্তরাষ্ট্রের নিউফোর্ট ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.