দুবাই এয়ারশো: পাঁচ দিনব্যাপী উড়োজাহাজ প্রদর্শনী

দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ উড়োজাহাজ প্রদর্শনী। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন হবে আগামীকাল। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে উড়োজাহাজ শিল্পের সঙ্গে জড়িতরা টিকিট সংগ্রহের মাধ্যমে প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন। আর আকাশে উড়ন্ত অবস্থায় প্রদর্শনী উপভোগ করতে পারবে যে কেউ।

দ্বিবার্ষিক ইভেন্টে এ বছর যোগ দেয়ার কথা রয়েছে ৯৫ দেশের অন্তত ১ হাজার ৪০০ জন প্রতিযোগীর। এদের মধ্যে ইতালীয় বিমান বাহিনীর অ্যারোবেটিক ডেমোনস্ট্রেশন দল ফ্রেস ট্রাইকোলোরি, সংযুক্ত আরব আমিরাতের ফুরসান আল ইমারাত, চীনা বিমান বাহিনীর ফার্স্ট আগস্ট ও ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার এয়ার ডিসপ্লে দল সারাং। উড়োজাহাজ উড্ডয়ন-অবতরণ, হেলিকপ্টারসহ বাণিজ্যিক, ব্যক্তিগত ও সামরিক খাতের ১৮০টির বেশি বিমান প্রদর্শনীতে অংশ নেয়ার কথা রয়েছে। গালফ নিউজ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.