ঢাকা: ২০০৯ সালে সোয়াইন ফ্লু (এইচ১এন১) বিস্তারের সময় যে বিপুল পরিমাণ ওষুধ কেনা হয়েছিলো সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাই এখন এ রোগের চরম ওষুধ সংকট তৈরি হয়েছে।
শনিবার সকালে এক প্রশিক্ষণ প্রোগ্রামে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান এ কথা জানান।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় ওষুধ মজুদ করা প্রয়োজন। তবে অডিট থেকে বলা হচ্ছে, ২০০৯ এর এতো ওষুধ অব্যবহৃত কেন? আসলে, এসব ওষুধের মেয়াদ ছিল কম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত রোস কোম্পানির ওষুধ (৫ থেকে ৭ বছর মেয়াদ) কেনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫