দুবাইয়ের আল মাকতুম ইন্টারন্যাশনাল বিমানবন্দরের আকাশ যেন সামরিক জেট এবং বিমান প্রদর্শনীর দখলে। ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৭ নভেম্বর মোট পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক এয়ার শো’তে নিজস্ব প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করেছে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি।
আমিরাতসহ বিভিন্ন দেশের বিমান এয়ারলাইন্সগুলো আকাশে তাদের দক্ষতা এবং সক্ষমতা প্রদর্শন করে দর্শনার্থীদের উদ্দেশ্যে। সামরিক জেট এবং বিমান মহড়ায় দুবাই ওয়ার্ল্ড সেন্টার বিমানবন্দরের আকাশ যেন ছিল তাদের দখলে। এছাড়াও বিভিন্ন দেশের এবং এয়ারলাইন্সের প্যাভিলিয়ন রয়েছে এখানে।
আন্তর্জাতিক এই দুবাই এয়ারশো দেখতে প্রচুর পর্যটকরা এখানে এসেছেন। প্যাভিলিয়নে বিভিন্ন এয়ারলাইন্স তাদের নিত্য নতুন এবং ভবিষ্যতের প্রযুক্তিগুলো তুলে ধরছে। এবারের এয়ারশোতে প্রদর্শিত হচ্ছে ব্যবসায়িক জেট, ড্রোন, বাণিজ্যিক বিমান সংস্থা, ব্যক্তিগত বা সামরিক জেট এবং হেলিকপ্টারসহ ১৮০টির বেশি বিমান।
দুই বছর পর আবারও নভেম্বরের প্রথম সপ্তাহে এই শো’টি শুরু হয়েছে। বলা যায়, দুবাইয়ের এই এয়ারশো বিশ্বের মধ্যে সর্ববৃহৎ একটি। এখানে পাকিস্তান এবং ভারতকেও অংশগ্রহণ করতে দেখা গেছে। কিন্তু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের অংশগ্রহণ ছিল না।
এয়ারশোতে অংশ নিয়েছে বিশ্বের ৯৫টি দেশের উড়োজাহাজ শিল্পের সঙ্গে জড়িত ১ হাজার ৪০০টির বেশি প্রতিষ্ঠান। এরা ২০০টি আকাশ ও মহাকাশ যান নিয়ে এসেছেন।