গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১২ হাজার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদুলু এজেন্সির।

গাজায় নিহতদের মধ্যে পাঁচ হাজারের বেশি শিশু এবং তিন হাজার ৩০০ জন নারী রয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ৩০ হাজার জন। অপরদিকে এক হাজার ৮০০ শিশুসহ প্রায় তিন হাজার ৭৫০ জন এখনো নিখোঁজ রয়েছে।

অপরদিকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২০০ জন চিকিৎসক, ২২ জন সিভিল ডিফেন্স কর্মী এবং ৫১ জন সাংবাদিক নিহত হয়েছে। পাশাপাশি ২৫টি হাসপাতাল এবং ৫২ টি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে পরিষেবা বন্ধে বাধ্য করেছে ইসরায়েল। এখন পর্যন্ত ৫৫টি অ্যাম্বুলেন্স তাদের হামলার শিকার হয়েছে।

গত ৪২ দিনের এই অভিযানে এখন পর্যন্ত কোনো বিরতি দেয়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘ ইসরায়েলকে নিয়মিত মানবিক বিরতি অথবা যুদ্ধবিরতি ঘোষণার জন্য চাপ দিচ্ছে ইসরায়েলকে, কিন্তু তা আমলে নিয়ে ইসরায়েল জানিয়েছে— হামাসকে নির্মূলের আগ পর্যন্ত এই অভিযান চলবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.