ইসরায়েলি বোমা হামলায় দক্ষিণ লেবাননে মঙ্গলবার (২১ নভেম্বর) চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন সাংবাদিক রয়েছেন।
রয়টার্স জানিয়েছে, নিহত দুই সাংবাদিক লেবাননের সরকারি টেলিভিশন আল-মায়াদিনে কর্মরত ছিলেন।
লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, তাইর হারফা এলাকায় ইসরায়েলের বোমা হামলায় তিন নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন সাংবাদিক এবং আরেকজন বেসামরিক নাগরিক।
আল-মায়াদিন জানিয়েছেন, ইসরায়েলের বোমা হামলায় তাদের সংবাদদাতা ফারাহ ওমর এবং ক্যামেরাম্যান রাবিহ মামারি নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে।
এনএনএ জানিয়েছে, ইসরায়েলের বিমান দক্ষিণ লেবাননের কাফার কিলায় বসতিঘরগুলোতে হামলা চালায়, যার ফলে লাইকা সারহান এবং তার নাতনি আহত হয়।
মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় এলাকাটির মারজায়ুন হাসপাতালের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, সারহানের সাত বছর বয়সি আহত নাতনির অবস্থা গুরুতর।
আল-মায়াদিনের পরিচালক ঘাসান বিন জিদ্দো বলেছেন, দুই সাংবাদিকের সঙ্গে নিহত তৃতীয় বেসামরিক ব্যক্তি পেশায় একজন সাংবাদিক।
গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে প্রতিদিনই গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
এএফপির তথ্য অনুসারে, ইসরায়েলের হামলায় লেবানন পক্ষের কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। কিন্তু, এর মধ্যে অন্তত ১৪ জন বেসামরিকসহ তিনজন সাংবাদিক রয়েছেন।
এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, লেবাননের হামলায় ইসরায়েল পক্ষের ছয় সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।