ভিয়েতনামে ভিসামুক্ত ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা

থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার পর এবার ভারতীয়দের জন্য ভিসা ফ্রি করল ভিয়েতনাম। এ দেশের সমস্ত পর্যটকরা এবার ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন এই দেশে। পর্যটন ব্যবসার উন্নতির লক্ষ্যেই এই অভিনব পন্থা বলে জানিয়েছে ভিয়েতনাম প্রশাসন।

ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটনমন্ত্রী নগুয়েন ভ্যান হাং জানান, ভারতীয় ও চীনা পর্যটকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেয়া হবে। জার্মানি, ফ্রান্স, সুইডেন, ইতালি, স্পেন, ডেনমার্ক ও ফিনল্যান্ডের পাসপোর্টধারীরা দক্ষিণ এশিয়ার এ দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। ‘‌হাউ ইন্ডিয়া ট্রাভেলস’-এর প্রতিবেদন অনুসারে ২০৩০ সালের আগে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম ভ্রমণ ব্যয়কারী দেশ হবে। অন্যদিকে ভিয়েতনামের পর্যটকসংখ্যার বার্ষিক পূর্বাভাস এক কোটি ছাড়িয়ে গেছে। গালফ নিউজ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.