থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার পর এবার ভারতীয়দের জন্য ভিসা ফ্রি করল ভিয়েতনাম। এ দেশের সমস্ত পর্যটকরা এবার ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন এই দেশে। পর্যটন ব্যবসার উন্নতির লক্ষ্যেই এই অভিনব পন্থা বলে জানিয়েছে ভিয়েতনাম প্রশাসন।
ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটনমন্ত্রী নগুয়েন ভ্যান হাং জানান, ভারতীয় ও চীনা পর্যটকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেয়া হবে। জার্মানি, ফ্রান্স, সুইডেন, ইতালি, স্পেন, ডেনমার্ক ও ফিনল্যান্ডের পাসপোর্টধারীরা দক্ষিণ এশিয়ার এ দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। ‘হাউ ইন্ডিয়া ট্রাভেলস’-এর প্রতিবেদন অনুসারে ২০৩০ সালের আগে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম ভ্রমণ ব্যয়কারী দেশ হবে। অন্যদিকে ভিয়েতনামের পর্যটকসংখ্যার বার্ষিক পূর্বাভাস এক কোটি ছাড়িয়ে গেছে। গালফ নিউজ