টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের টিকিটে ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে।
গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ফেসবুকে পেজে এক পোস্টে এ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, আগামী ১ থেকে ৪ জানুয়ারি বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের টিকিট ক্রয়ের ক্ষেত্রে নতুন প্রমোকোড চালু হয়েছে। যে কেউ এই প্রমোকোড (52bbday24) ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ বিশেষ মূল্য ছাড় পাওয়া যাবে। বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, কল সেন্টার, আউটলেটে এই সেবা পাবেন গ্রাহকরা।