দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। আজ রবিবার সকালে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সস্ত্রীক ভোট প্রদান করেন তিনি।
ভোট প্রদান শেষে ইসি আনিসুর রহমান বলেন, ‘ভোট শান্তিপূর্ণ হবে। শঙ্কার কোন কারণ নেই। আমরা সকাল আটটার আগে ৯৩ ভাগ ভোট কেন্দ্রে ব্যালেট পৌঁছাতে পেরেছি।’
তিনি বলেন, ‘সকাল থেকে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো। ভোরে কিছু কুয়াশা ছিল- কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। গণমাধ্যমের মাধ্যমে আমরা ভালো-মন্দ দেখতে চাই। কোথাও অনিয়ম হলে তুলে ধরুন।’