জাপানে একটি রানওয়েতে দু’টি বিমানের সংঘর্ষ হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বিমানবন্দর দুর্ঘটনা।
জাপানের নিউ চিতোস বিমানবন্দরে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের দাঁড়িয়ে থাকা একটি বিমানে ধাক্কা দিয়েছে কোরিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
মাত্র দুই সপ্তাহ আগে টোকিওর হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্স ও কোস্টগার্ডের একটি বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে জাপান এয়ারলাইন্সের বিমানটি ভস্মীভূত হয়ে যায়। এছাড়া কোস্টগার্ডের বিমানের সব ক্রুও নিহত হন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও জাপানে দুই বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্যাথে প্যাসেফিক এয়ারলাইন্স এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, ‘নিউ চিতোস বিমানবন্দরে আমাদের বিমানটি পার্ক করা অবস্থায় (দাঁড়িয়ে) ছিল। ওই সময় আমাদের বিমানে কোনো যাত্রী বা ক্রু ছিল না। ওই সময় উড্ডয়নের জন্য প্রস্তুতি নেওয়া কোরিয়ান এয়ারলাইন্সের এ৩৩০ বিমান আমাদের বিমানকে ধাক্কা দেয়।’
যেটি নিউ চিতোস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনা নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে কোরিয়ান এয়ারলাইন্সও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিউ চিতোস বিমানবন্দরে পুশব্যাকের সময় কোরিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ক্যাথে এয়ারলাইন্সের বিমানে ধাক্কা দেয়। ভারী তুষারপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট বাতিল করা হয়েছ