মেট্রোরেল চলাচলের সময় বাড়তে পারে

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের চলাচলের সময় বাড়তে পারে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের আহ্বান করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

জানতে চাইলে ডিএমটিসিএল’র জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব বলেন, সংবাদ সম্মেলনের সুনির্দিষ্ট কারণ জানি না। সম্ভবত সময় বাড়ানোর ঘোষণা আসতে পারে।

জানা যায়, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ নভেম্বর। এর একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চলাচল শুরু করে। আর আগারগাঁও থেকে মতিঝিল অংশে যাত্রীচলাচল শুরু হয় গত ৫ নভেম্বর। এরও একদিন আগে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মেট্রো স্টেশন: উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। এই ১৬টি স্টেশনে মেট্রোরেল চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রোরেল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.