আজ থেকে নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’র (ডিএমটিসিএল’র) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবকটি স্টেশন হয়ে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রোরেল ছেড়ে আসবে এবং সব শেষ ৮টা ৪০ মিনিটে মতিঝিল স্টেশন থেকে ছেড়ে আসবে।
তিনি বলেন, সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত মিনিট পর্যন্ত ‘পিক আওয়ার’ ১০ মিনিট পর পর চলাচল করবে মেট্রোরেল। ১১টা ৩১ মিনিট হতে বিকাল ৪টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ১২ মিনিট পর পর চলাচল করবে এবং ৪টা ১ মিনিট হতে রাত ৮টা পর্যন্ত ‘পিক আওয়ার’ ১০ মিনিট পর পর চলাচল করবে মেট্রোরেল।
র্যাপিড পাস সংক্রান্ত জানিয়ে তিনি বলেন, সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭ টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুইটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুইটি সকল মেট্রোরেল স্টেশনে থামবে। এই মেট্রো ট্রেন দুইটিতে শুধু এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।
টিকিট কাটতে দূর্ভোগ এড়ানো বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দূর্ভোগ এড়াতে সবাই র্যাপিড পাস ব্যবহার করতে হবে তাহলে টিকিট কাটতে লাইনে দাঁড়ানো বা দূর্ভোগে পড়তে হবে না।