টরন্টোয় কনস্যুলেটে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

কানাডার টরন্টোয় প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খাইরুল কবির মেনন।

উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ফাহমিদা সুলতানা। অনুষ্ঠানে যোগ দেন ই-পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ঢাকা থেকে আসা কর্মকর্তা ও ই-পাসপোর্ট প্রকল্পের কারিগরি দল।

ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ফাহমিদা সুলতানা বলেন, “কানাডায় বাংলাদেশি ডায়াসপোরার সদস্য এবং এখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আজ অত্যন্ত আনন্দের দিন। ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতার একটি মাইলফলক।”

প্রধান অতিথি মো. নূরুল আনোয়ার কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেন। দেশে ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে উপস্থিত সবাইকে ধারণা দেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.