ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স নাইন জেটলাইনারের সব কটি উড়োজাহাজের উড়াল বন্ধ থাকায় বছরের প্রথম প্রান্তিকে ক্ষতির পূর্বাভাস দিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স। খবর সিএনবিসি।
এর আগে আলাস্কা এয়ারলাইন্সের উড়োজাহাজের জানালা ফ্লাইট চলাকালীন সময়ে খুলে আসার ঘটনাকে কেন্দ্র করে বন্ধ করে দেয়া হয় বোয়িং ৭৩৭ ম্যাক্স নাইন জেটলাইনারের সব কটির ফ্লাইট। যে কারণে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
ইউনাইটেড এয়ারলাইন্সের একটি নথি অনুযায়ী , চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৫ থেকে ৮৫ সেন্ট পর্যন্ত ক্ষতির আশঙ্কা করছেন তারা।
সোমবারে ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, তারা আশা করছে যে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত ২৬ জানুয়ারির পর আর বাড়ানো হবে না। কিন্তু তাদের ক্ষতির পূর্বাভাস সংক্রান্ত নথি অনুযায়ী, পুরো মাস জুড়েই ফ্লাইট বন্ধ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
ইউনাইটেডের এয়ারলাইন্সের কাছে রয়েছে এক হাজারেরও বেশি উড়োজাহাজ, যা অন্য যেকোনো এয়ারলাইন্স থেকে বেশি। এর মধ্যে ৭৯টি ৭৩৭-ম্যাক্স ৯ রয়েছে। যা অন্য যেকোনো এয়ারলাইন্সের চেয়ে বেশি। এ ছাড়া ইউনাইটেডের কাছে ৭৩৭-৯০০ ইআর মডেলের উড়োজাহাজ রয়েছে ১৩৬টি।
২০২৩ সালের শেষ তিন মাসে ইউনাইটেড ৬শ মিলিয়ন ডলার নিট আয় দেখিয়েছে, যা এক বছর আগের তুলনায় প্রায় ২৯% কম। এদিকে তাদের রাজস্ব এসেছে ১৩.৬৩ বিলিয়ন ডলার, যা এক বছর আগের তুলনায় প্রায় ১০% বেশি ।
ইউনাইটেড এয়ারলাইন্সের সিইও স্কট কিরবি অবশ্য জানান, নানান চ্যালেঞ্জ মোকাবেলা সত্ত্বেও এয়ারলাইন সফলভাবে তার ইপিএসের লক্ষ্য অর্জন করেছে এবং গ্রাহকদের জন্য নতুন অপারেশনাল রেকর্ড স্থাপন করেছে।