বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মো. এখলাস মিয়া (৭০) নামে আরও এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে এবারের ইজতেমায় চারজনের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মো. এখলাস মিয়ার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান। মো. এখলাস মিয়া নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা।

হাবিবুল্লাহ রায়হান জানান, এর আগে একই দিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নেত্রকোণার কুনিয়া কুমড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৭০)। শুক্রবার বাদ ফজর ইজতেমা ময়দানে দুই মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পর মরদেহ তাদের স্বজনরা নিয়ে যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.