কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজার বিমানবন্দরে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আবদুল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান। তিনি জানান, ইয়াবাসহ বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার আগ মুহূর্তে এপিবিএনের তল্লাশিতে আমিন নামের এক ব্যক্তি ধরা পড়ে। বিমানবন্দরের প্রথম গেটে ওই ব্যক্তির ব্যাগে স্ক্যানার দিয়ে তল্লাশি করে ১ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করে এপিবিএন। সন্ধ্যায় গ্রেফতার ব্যক্তিকে ইয়াবাসহ সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.