শিশুদের সঙ্গে মাশরাফিদের ক্রিকেট ম্যাচ

Cricket-Matchপেশাদার জীবনের বাইরেও ক্রিকেটারদের সামাজিক দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকেই শনিবার ব্যাট-বল হাতে ক্রিকেট খেলেছেন মাশরাফি-সাকিব-নাসির-তাসকিনরা। বিশ্বকাপের মঞ্চে থাকলেও ক্যান্সারের বিপক্ষে লড়াই করার মানসেই মাশরাফিদের এই বিশেষ ক্রিকেট ম্যাচে অংশ নেওয়া।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান বিশ্বকাপে আইসিসির সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) পার্টনারদের মধ্যে একটা হল ‘ক্যান্সার সোসাইটি অব নিউজিল্যান্ড’। তাদের পক্ষেই ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টিকারী একটি প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন বাংলাদেশের আরও ২ ক্রিকেটার নাসির হোসেন ও পেসার তাসকিন আহমেদ। ছিলেন বোলিং কোচ হিথ স্ট্রিকও। সেখানে ছোট্ট শিশুদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলেছেন তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.