আগামীকাল সচিবদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী, থাকছে গুরুত্বপূর্ণ এজেন্ডা

প্রশাসনে শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে সোমবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ ধরনের বৈঠক সচিব সভা নামে পরিচিত। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে সচিব সভা অনুষ্ঠিত হবে। তবে আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

সচিব সভাটি হবে বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা। এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭ নভেম্বর।

শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, সচিব সভায় উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, সচিব সভা সাধারণত সচিবালয়েই হতো। কিন্তু গত কয়েক বছর প্রধানমন্ত্রী কম যাচ্ছেন। বর্তমানে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে; ইতোপূর্বে যেগুলো সাধারণত সচিবালয়ে অনুষ্ঠিত হতো। তাই এবার সচিবালয়ে সচিব সভা হওয়ার সম্ভাবনা কম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা হওয়া সম্ভাবনা আছে।

এবারের সচিব সভায় বেশ কিছু বিষয় এজেন্ডাভুক্ত হতে পারে বলে জানা গেছে। দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, এবারে সচিব সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চলমান অর্থনৈতিক টানাপোড়েন এবং আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকার বিষয়টি। এর বাইরে আইনশৃঙ্খলা রক্ষা, খাদ্যদ্রব্যের অবৈধ মজুতের বিষয়টি আলোচনা হতে পারে। এছাড়া বিগত সচিব সভার সিদ্ধান্ত অগ্রগতি পর্যালোচনা এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রীকে অবহিত করবেন সচিবরা।

এবারের সচিব সভায় দুর্নীতি দমনে নতুন কোনো বার্তা দিতে পারেন সরকারপ্রধান, এমন তথ্য জানিয়ে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনের কর্মকর্তাদের চাহিদার বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়ে থাকেন। কিন্তু সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। দিন দিন এ সমস্যা বাড়ছে বলে খোদ সচিবালয়ের কর্মকর্তারাও উপলব্ধি করছেন। তাই দুর্নীতি প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার ব্যাপারে সচিবদের প্রতি নির্দেশ আসতে পারে।

সচিব সভায় প্রধানমন্ত্রী প্রধা অতিথি এবং মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করেন। এতে দেশের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দপ্তর বা সংস্থায় কাজ করা সচিবরাও উপস্থিত থাকেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন। তারা সবাই সচিব সভায় উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা গ্রহণ করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.