ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস একধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, এটি প্রোস্টেট ক্যান্সার নয়, তবে একটি বর্ধিত প্রোস্টেটের জন্য তাঁর সাম্প্রতিক চিকিৎসার সময় রোগটি ধরা পড়ে।
ক্যান্সারের ধরন প্রকাশ করা হয়নি। তবে প্রাসাদের এক বিবৃতি অনুযায়ী, রাজা সোমবার ‘‘নিয়মিত চিকিৎসা’’ শুরু করেছেন।
বাকিংহাম প্যালেস বলেছে, রাজা ‘‘তাঁর চিকিৎসার বিষয়ে সম্পূর্ণ ইতিবাচক এবং যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ দায়িত্ব পালনে ফিরে আসার জন্য উন্মুখ হয়ে আছেন’’।
ক্যানসার চিকিৎসার জন্য রাজা চার্লস সাময়িক সময়ের জন্য জনসম্মুখে আসবেন না, তবে রাষ্ট্রের প্রধান হিসেবে তাঁর সাংবিধানিক ভূমিকা অব্যাহত রাখবেন।
৭৫ বছর বয়সী রাজা তৃতীয় চার্লসকে রোববার স্যান্ড্রিংহামের একটি গির্জায় দেখা গিয়েছিল, যেখানে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে হাত নেড়েছিলেন।
এক সপ্তাহেরও বেশি আগে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে তাঁর প্রস্টেট চিকিৎসার প্রক্রিয়া হয়েছিল।