দেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার সব রুটের টিকেটের মূল্যে ১৫% ছাড়ের ঘোষনা করেছে । এছাড়াও কক্সবাজার ও কলকাতায় ভ্রমনের জন্য আকর্ষনীয় ভ্রমণ প্যাকেজ ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি।
অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৪ এর নভোএয়ার এর প্যাভিলিয়নে এসে টিকেট ক্রয় করতে হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ৮ ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
সাশ্রয়ী মূল্যে কক্সবাজার ও কলকাতায় আকর্ষনীয় ভ্রমন প্যাকেজের মধ্যে রয়েছে দুই রাত তিন দিন হোটেলে থাকার সুবিধা, আসা-যাওয়ার নভোএয়ার এর টিকেটসহ অন্যান্য সুবিধা। ভ্রমণ পিপাসুরা দেশের শীর্ষ বেসরকারি ব্যাংকগুলোর কার্ড ব্যবহার করে বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
কক্সবাজারের হোটেলগুলোর মধ্যে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা,ওশান প্যারাডাইজ হোটেল এন্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, ডেরা রিসোর্ট এন্ড স্পা, হোটেল রামাদা, সীগাল হোটেল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, প্রাসাদ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল ও আলেগ্রো সুইটস।
এছাড়া কলকাতায় হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, দি পিয়ারলেস ইন ও হোটেল ক্যাম্পটন।