বিমানমন্ত্রীর সঙ্গে পিটার হাসের বৈঠক, বোয়িং নিয়ে আলোচনা

চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী ফারুক খান।

আজ মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ফারুক খান বলেন, সিভিল এভিয়েশনের উন্নয়ন নিয়ে কাজ করতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে তারা।

এ সময় পিটার হাস বলেন, বাংলাদেশের পর্যটন উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বেসামরিক বিমান চলাচলের অংশীদারিত্বের কথা বলেছি।

‘বিশেষত আমরা যুক্তরাষ্ট্রে বিরতিহীনভাবে উড়ান সক্ষম হওয়ার মান পূরণের জন্য বাংলাদেশে চলমান প্রচেষ্টার নিয়ে কথা বলেছি, আমরা সে বিষয়ে কিছু সহায়তা প্রদান করছি,’ বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, আমরা বিমানের সঙ্গে বোয়িং-এর ধারাবাহিক অংশীদারিত্ব নিয়ে কথা বলেছি। বোয়িং ও এয়ারবাসের ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের করদাতাদের জন্য সম্ভাব্য সর্বোত্তম চুক্তির অনুমতি দেওয়া হোক, বিমানকে এমন অনুরোধ জানিয়েছি।

ফারুক খান বলেন, তারা অবশ্যই চায় যে, বাংলাদেশ বিমানে বোয়িং যুক্ত হোক। আমরা বলেছি বিষয়টি আমরা দেখছি। যেটা ভালো হবে, আমরা সেটাই সিদ্ধান্ত নেবো।

বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা হয়েছে কিনা- এই প্রশ্নে তিনি বলেন, আমরা বলেছি যে নতুন এয়ারক্রাফট কিনব। যার কাছ থেকে আমরা ভালো ডিল পাবো, যেখানে সুবিধা বেশি পাবো, সেখান থেকেই কিনবো।

‘আমরা কারো সাথে কমিটেড না। বোয়িংও অফার করেছে, আমরা সেটা ইভোলিউশন করছি,’ বলেন মন্ত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.