বিমানের চাকার নিচে পড়ে প্রাণ গেল কর্মচারীর

বিমানের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। দুঃখজনক ঘটনাটি ঘটেছে হংকং বিমানবন্দরে।

গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিমানবন্দরে দুর্ঘটনায় যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৩৪ বছর। তিনি জর্ডানের নাগরিক এবং হংকংয়ে বিমানবন্দরে কাজ করতেন। তবে তার নাম জানা যায়নি।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বিমানকে পার্ক করানোর জন্য টো-ট্রাকের মাধ্যমে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ট্রাকের পেছনের দিকে বসে ছিলেন বিমানবন্দরের এক কর্মী। ট্রাকের আচমকা ঝাঁকুনিতে তিনি রানওয়েতে পড়ে যান। ট্রাকের চালক সেটি টের পাননি। তিনি ট্রাকটিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ট্রাকের সঙ্গে আটকানো বিমানটি খুব কাছে চলে আসে। ফলে ওই কর্মী পড়ে গিয়ে আর সরতে পারেননি। বিমানের চাকার তলায় পিষ্ট হয়ে যান।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানটিকে পার্ক করানোর পর ট্রাকচালক ওই কর্মীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় সময় অনুযায়ী ভোর ৩টার সময় ওই কর্মীকে রানওয়েতেই অচেতন অবস্থায় দেখতে পান তিনি। পরে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান ট্রাকচালক। পরে ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তি চীনের বিমান পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। চীনের একটি বিমান পার্ক করানোর সময়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.