প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সৌদি সরকার বাংলাদেশ থেকে আরো বেশি কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, কর্মী নেওয়ার বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নিচ্ছে সৌদি আরব।
কর্মী নেওয়ার বিষয়ে সৌদি আরব প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘গত বছর আমরা প্রায় ১১ লাখ ভিসা অনুমোদন করেছি। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেয়া হচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, হজ প্রক্রিয়াকে আরো সহজ করার জন্য কাজ করে যাচ্ছে সৌদি সরকার। ইতিমধ্যে রোড টু মক্কা ইনশিয়েটিভ হাতে নেওয়া হয়েছে। শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে।