বিমান বাহিনীর লন টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘বঙ্গবন্ধু ঘাঁটি’

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি লন টেনিস প্রতিযোগিতা-২০২৪ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর লন টেনিস মাঠে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল ২-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৪ ফেব্রুয়ারি বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিমান বাহিনীর সাতটি দল অংশ নেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.