আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা চলছে

দ্বাদশ জাতীয় নির্বাচনের পরে দলের শৃঙ্খলা ফেরানোসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন বার্তা দিতে দলের বিশেষ বর্ধিত সভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে এ সভা শুরু হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় যোগ দেন পৌনে ১১টায়।

বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত হয়েছেন।

আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছাড়াও স্বতন্ত্র সংসদ সদস্যররাও এসেছেন বর্ধিত সভায় ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.