ইজতেমায় দ্বিতীয় পর্বে ১৪ যুগলের বিয়ে

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৪টি বিয়ে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বাদ আছর বিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসব বিয়ে পড়ান ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ।

নিজামুদ্দিনের অনুসারী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ২৮ জন পুরুষ ও নারীর বিয়ে সম্পন্ন হয়েছে।

বাদ আছর বিয়ের আয়োজন করা হয়। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.