উড্ডয়নের আগে বিমানের দরজা খুলে দিলেন যাত্রী

চিয়াং মাই বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে উড্ডয়নের জন্য প্রস্তুত থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। ঠিক এ সময় ওই বিমানের জরুরি বহির্গমন দর েজা খুলে দিলেন এক যাত্রী। তাতে ভেতরে শুরু হয় হৈচৈ। জরুরিভিত্তিতে যাত্রীদের নিরাপদে নামান কর্মকর্তারা। বিমানটিকে ফেরানো হয় টার্মিনালে। করা হয় নিরাপত্তা পরীক্ষা।

গত বৃহস্পতিবার থাইল্যান্ডের চিয়াং মাই বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানান এর পরিচালক রোনাকর্ন চালেরমসেনিয়াকর্ন। ঘটনার পরপরই ওই যাত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

জানা যায়, তিনি কানাডার পর্যটক। তার আইনজীবী জিরাওয়াত ইয়ার্নকিয়াটপাকদি স্থানীয় সংবাদমাধ্যম থাইপিবিএসকে জানিয়েছেন, তিনি দরজা খোলার কথা স্বীকার করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন—লোকজন তার পিছু নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে হ্যালোসিêনেশন থেকে তিনি এমনটা করেছেন।

 

পরিচালক বলেন, জরুরি বহির্গমন দরজা খুলে দেওয়ায় ইনফ্ল্যাটাবল স্লাইড খুলে যায় এবং বিমানের উড্ডয়ন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

 

অনন্যা তিয়াংতায়ে নামে এক যাত্রী লিখেছেন, ‘ভূপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট উচ্চতায় এ ঘটনা ঘটলে কী হতো, একটু ভাবুন।’

কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রা ব্যাহত। যাই হোক পরীক্ষা-নিরীক্ষা শেষে যাত্রী ও ক্রুদের নিয়ে বিমানটি রাজধানী ব্যাংককে পৌঁছায়।

সূত্র: খালিজ টাইমস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.