ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রি. জে. মুহম্মদ নুরুস ছালাম

বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্প ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট-এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম, পিএসসি।

গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম গত ৩ ফেব্রুয়ারি সেনাবাহিনী থেকে প্রেষণে এ দায়িত্ব নেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট বিষয়ে দেশে ও বিদেশে কারিগরি কাজের উচ্চ অভিজ্ঞতাসম্পন্ন এই সেনা কর্মকর্তা আগেও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়নে রয়েছে বিশ্বব্যাপী আইডেন্টিনি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান জার্মানির ভেরিডস জিএমবিএইচ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.