বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত কর্মীর মৃত্যু

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিকবিমানবন্দরে মালয়েশিয়া ফেরত কর্মীর মৃত্যু বিমানবন্দরে হার্ট অ্যাটাকে মালয়েশিয়াফেরত এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি)  বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। এরপর ওই প্রবাসীর মৃতদেহ অ্যাম্বুলেন্সযোগে গ্রামে পাঠানোসহ সার্বিক সহযোগিতা করেছে প্রবাসী কল্যাণ ডেস্ক।

জানা গেছে, মালয়েশিয়ায় ক্লিনার ভিসায় কাজ করতেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড়বাউল ইউনিয়নের মহাদানী গ্রামের বাসিন্দা বিপুল চন্দ্র রায়। তার পিতার নাম অতুল চন্দ্র রায়।

জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ বিপুল চন্দ্র রায় টিজি ৪১৮ ও ৩৩৯ বিমানযোগে কুয়ালালামপুর থেকে ব্যাংকক হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। ঢাকায় বিমানবন্দরে আগমন এলাকায় পৌঁছে তিনি অসুস্থবোধ করেন। দ্রুততম সময়ে তাকে বাড়িতে নিয়ে চিকিৎসার জন্য তার ভাই শ্রী মানিক নভোএয়ারে সৈয়দপুরের টিকিট সংগ্রহ করেন। ইমিগ্রেশন সম্পন্ন করে ডমেস্টিক টারমিনালে পৌঁছালে তার শরীরের অবস্থা বেশি খারাপ হয় এবং রক্তবমি শুরু হয়। এ সময় নভোএয়ারের ট্রলিযোগে তৎক্ষণাৎ তাকে স্বাস্থ্য বিভাগে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এ সময় প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএন, এনএসআই, ডিজিএফআই, সিভিল অ্যাভিয়েশন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ ডেস্কের শিফট-ইনচার্জ কে বি হেলাল ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষকে বিষয়টি অবহিত করেন। পরে তিনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানকে অবহিত করেন। মহাপরিচালক মো. হামিদুর রহমানের মৌখিক নির্দেশনায় মৃতের পরিবারকে মৃতদেহ পরিবহন ও শেষ ক্রিয়া সম্পাদনের জন্য ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.