রাফায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান চীনের

গাজার রাফাহ শহরে যত দ্রুত সম্ভব সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই আহ্বান জানায় চীন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অবিলম্বে যুদ্ধ বন্ধ না হলে রাফায় গুরুতর মানবিক বিপর্যয়ের সতর্কবার্তাও দিয়েছে চীন।

বিবৃতিতে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, রাফার বেসামরিক নাগরিকদের ক্ষতি করে ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মের বিরোধিতা ও তীব্র নিন্দা চানিয়েছে বেইজিং। এছাড়া রাফায় আরও অভিযান বন্ধেও ইসরায়েলের প্রতি আহ্বান জানায় চীন।

হামাসের সাথে যুদ্ধবিরতিতে রাজি হতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী গাজায় অভিযান চালানোর পর থেকে, ১০ লাখের বেশি উদ্বাস্তু আশ্রয় নিয়েছে সীমান্তবর্তী রাফাহ শহরে। এর মধ্যেই রাফায় অভিযান চালানোর ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত সপ্তাহে যুদ্ধবিরতির জন্য হামাসের শর্ত প্রত্যাখ্যান করার পর, সোমবার ইসরায়েলই বাহিনী রাফায় অভিযান চালিয়ে দুই জিম্মিকে মুক্ত করে। এতে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়।

অভিযানকে নিখুঁত বলে প্রশংসা করেছেন নেতানিয়াহু। আর একে গণহত্যা বলেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

হামলার বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর সাথে কথা বলার কয়েকঘণ্টা পরই বিমান হামলা চালায় ইসরায়েল।

বেসামরিক নাগরিকদের সুরক্ষার পরিকল্পনা ছাড়াই রাফায় স্থল আক্রমণ চালানোর বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করেছিল জাতিসংঘও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.