ভালোবাসা দিবস স্মরণীয় করবে ৫ উপহার

‘ভালোবাসা মানে আগাম চলার শুরু, ভালোবাসা মানে অবিরাম চলা বসা’। ভালোবাসা মানে সঙ্গীর কাছে বিশ্বাস আর ভরসার প্রতিশ্রুতি।

বিশ্ব ভালোবাসা দিবস বুধবার (১৪ ফেব্রুয়ারি)। বিশ্বের অনেক যুগলই অধীর আগ্রহে অপেক্ষা করে দিনটার জন্য। এমন দিনে থাকে উপহার দেওয়ার প্রসঙ্গও। কাছের মানুষটির জন্য ভালোবাসা মেশানো উপহার দেওয়ার পরিকল্পনা থাকে অনেকের। তবে ভালোবাসার মানুষকে কি উপহার দিচ্ছেন তার থেকেও বড় ব্যাপার হলো তাতে যেন আন্তরিকতার ছোঁয়া থাকে।

ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন সে পরিকল্পনা নিশ্চয়ই একেকজনের একেকরকম। এই লেখায় থাকল কয়েকটি উপহারের কথা, তবে সিদ্ধান্ত কিন্তু আপনার হাতেই।

গোলাপের তোড়া
ভালোবাসার দিনে উপহার হিসেবে ফুলের বিকল্প নেই। ফুল সকলেই ভালোবাসেন এবং উপহার হিসেবে ফুলের মতো স্নিগ্ধ আর কিছুই নেই। আর তা যদি হয় রংবেরঙের গোলাপ তাহলে তো অনবদ্য। বিভিন্ন রঙের গোলাপ দিয়ে তৈরি করা ফুলের তোড়ায় এই দিনটি আরও রঙিন হবে। আপনার সঙ্গীর মুখে হাসি ফুটবেই।

হাতে তৈরি কার্ড
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগে গ্রিটিংস কার্ডের চল আগের মতো নেই। নতুন প্রজন্মের কাছে হয়ত গ্রিটিংস কার্ড বিষয়টিই পরিষ্কার নয়। কিন্তু ভালোবাসার দিনে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারেন। দোকান থেকে না কিনে হাতেই তৈরি করতে পারেন কার্ড। সেখানে থাকতে পারে দু-এক লাইন কবিতাও।

বই
আপনার মনের মানুষটি যদি বই পড়তে ভালোবাসেন তাহলে তার পছন্দের লেখকের বই উপহার হিসাবে দিতে পারেন। বাংলাদেশে ফেব্রুয়ারি বইমেলার মাস। বইয়ের পোকাদের জন্য এর থেকে প্রিয় সময় আর কীই বা হতে পারে!

চকোলেট
বিশেষ দিনগুলো উদযাপনের ক্ষেত্রে অনেক আগে থেকেই প্রিয় খাবারের প্রতিনিধিত্ব করে আসছে চকোলেট। ফলে নানা উৎসবে বিভিন্ন রঙের আকর্ষণীয় মোড়কে পরিবেশন করা হয় চকোলেট ও ক্যান্ডি। মোড়ক বা চকোলেট বক্স নির্বাচন করা যায় প্রিয়জনের প্রিয় রঙের ভিত্তিতে। এমনিতে চকোলেট খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় কমই আছেন। আর সে চকোলেট যদি আসে প্রিয়জনের কাছ থেকে তাহলে তো কথাই নেই। এতে সম্পর্কে আরও মিষ্টিতা আসে। তবে স্বাস্থ্য সচেতনতার প্রেক্ষিতে ডার্ক চকলেট বা অপেক্ষাকৃত কম মিষ্টি বা ক্যালোরি সমন্বিত চকোলেটগুলো প্রাধান্য দেওয়া উচিত।

নিজে হাতে রান্না করে খাওয়ান
সম্পর্ক যে কয়েক দিনেরই হোক মনের মানুষটিকে একদিনও নিজের হাতে রান্না করে খাওয়ানোর সুযোগ হয়নি? তাহলে এই ভালোবাসা দিবসে নিজের হাতে তার পছন্দ মতো রান্না করে খাওয়াতে পারেন। কেক বানাতে চাইলে তাও বানাতে পারেন। দুজনের একান্তে ভালবাসা উদ্‌যাপন করুন সেই কেক কেটে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.