সর্বত্রই বিরাজ করছে এক ভয়াবহ বিভীষিকা : রিজভী

দেশে সর্বত্রই বিরাজ করছে এক ভয়াবহ বিভীষিকা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্র ও সত্যের বদলে কায়েম করেছে অন্যায়ের রাজত্ব। ’

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

গ্যাস, পানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে রিজভী বলেন, ‘তোড়জোড় শুরু হয়েছে দ্রুত পানির দাম বৃদ্ধির জন্য।জনগণের পকেট কাটার আরেকটি কৌশল নিয়েছে দখলদার সরকার। তাদের নীতিই হচ্ছে গরীব মানুষের পকেট কাটা। ইতোমধ্যে উত্তরাঞ্চলের ৪টি জেলায় গ্যাস সংগ্রহ বন্ধ হয়ে গেছে। গ্যাসের সংকটে সার কারখানা থেকে শুরু করে শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম।

  • দেশে এক ভয়াবহ আর্থিক নৈরাজ্য বিরাজ করছে।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN